ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলায় মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে উদ্বেগ।
রোববার (২০ জুন) মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধের আওতায় নেয়া হচ্ছে কুষ্টিয়া জেলাকে।
বিধিনিষেধের মধ্যে রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা র্পন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।
বিধিনিষেধ (লকডাউন) চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। ৭টি বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।