ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে একমাত্র উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিবিবর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ধামইরহাট পৌর সভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, সরকারি এম এম কলেজের প্রভাষক হানিফ রেজা, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির আহমেদ, ছাত্রলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।