লালপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নাটোরের লালপুর উপজেলার কলোনী এলাকার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘর পরিদর্শন করলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমদ।
সোমবার বিকেলে তিনি ওই প্রকল্প এলাকার ৩৯ টি ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের খোজ খবর নেন। এ সময় তিনি সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম প্রমুখ।