ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৬’শ ২৫ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৪১ হাজার টাকাসহ নাইমুল হক (৩০) নামে একজনকে আটক করেছে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের আশকর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের আটককৃত নাইমুল হকের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্য হতে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।