ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় ৮/১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট পুলিশ।
সোমবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামেরব বড় মসজিদ সংলগ্ন মহানন্দা নদীতে এক শিশু ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা সেখানে আসেন এবং পুলিশকে খবর দিলে সাড়ে ১২টার সময় উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি ভারতীয় পাশেই ভারত তাই ভেসে চলে এসেছে বলে তাদের ধারণা। পুলিশের সনাক্তে জানা যায় শিশুটির সুন্নাতে খাৎ না হয়নি।
মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত লাশটি ইন্ডিয়া মালদা জেলার মংগলবাড়ি খয়রাতি পাড়া গ্রামের। শিশুর নাম (রমযান আলী লাড্ডু) শিশুটির সুন্নাতে খাৎনা হয়নি।
শিশুর স্বজনরা জানায় গতকাল সকাল ১০ টার দিকে শিশুটি মহানন্দা নিদী ডুবে যায়।
এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানায় থানা অপমৃতুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে লাশটি ভারতের মালদা জেলার এমন খবর পাওয়া গেছে তারা লাশ ফেরত চাই তবে তারা লাশ ফেরত নিতে পারবে প্রসেস করে রাষ্ট্রীয়ভাবে আইনুযায়ী নিতে হবে।