ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামের রাস্তায় এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, ইউপি সদস্য ইব্রাহীম হোসেন ও বেলাল হোসেন।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন, ওসমান গণি, মামুনুর রশিদ, জায়েদা বেগম, উজ্জল কুমার দাস, পঞ্চমী রানী, সাথী রানী প্রমুখ। মানববন্ধনে দক্ষিণ চকরামপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা দাবি করেন, গত ২৩ জুলাই দুপুরে মাঠের নির্জন এলাকায় গ্রামের উজ্জল কুমার দাসের বকনা গরুকে পা বেঁধে অনৈতিক কাজে লিপ্ত হন একই গ্রামের সাইফুল ইসলামের বখাটে ছেলে মোজাহার আলী (২৪)। এসময় উজ্জল কুমারের স্ত্রী সাথী রানী তা দেখে চিৎকার শুরু করলে বখাটে মোজাহার পালিয়ে যান। ঘটনায় গরু মালিক উজ্জল কুমার স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থী হন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিষয়টি ধামাচাপা দিতে বখাটে মোজাহার আলী চাঁদা দাবির ভিত্তিহীন অভিযোগ তুলে দক্ষিণ চকরামপুর গ্রামের ছামসুর রহমান, জেহের আলী, নওসাদ আলী ও ইউপি সদস্য ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা করেন। এ মামলায় গত ৩১ আগস্ট আদালত থেকে জামিন নেন আসামিরা।
গ্রামবাসীর অভিযোগ, ভুক্তভোগী উজ্জল কুমার দাসকে ন্যায় বিচার পেতে সহায়তা করায় একের পর এক ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করছেন বখাটে মোজাহার আলী ও তাঁর পরিবার। জের ধরে গত ১ সেপ্টেম্বর ওই পরিবারের এক নারীকে দিয়ে চাঁদা দাবি মামলার এক নম্বর আসামি ছামসুর রহমানের বিরুদ্ধে নওগাঁ নারী-শিশু আদালতে ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।