ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাহরিয়ার নজির, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজ খাতুন, গোমস্তাপুর অফিসার ইনচার্জ (ওসি)দিলিপ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডলার কুমার সাহাসহ পূজা উদযাপন পরিষদের অন্য সদস্যরা।
সভায় দূর্গাপুজায় সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পূজা মন্ডপগুলোতে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিসসহ নিরাপত্তা বাহিনী গুলো দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।