ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনের মা এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরীর দাদী আজিজা বেওয়া (৯৪) বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল সাড়ে আট টায় মহাদেবপুর উপজেলা সদরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদআছর মহাদেবপুর ডাকবাংলো মাঠে তার প্রথম জানাজা ও বাদ মাগরিব তার গ্রামের বাড়ি উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলুসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।