ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাবের চলমান মাকদ বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনরে অপরাধে ২৮ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, মজনু (৫৮), শ্রী সুবত (৩৫), ওয়াসিম (৩০), তৌহিদুল ইসলাম (৩৫), সোহেল রানা (২৫), শরিফ (৩০), সাগর (২৪), মনিরুল (৫০), আমিরুল ইসলাম (৩৮), ইউসুফ আলী (৩৮), মানিক (৩৫), বাবু (৪২), লালন (৪০), আঃ কাদের (৩৫), করিম (৪০), আনোয়ার হোসেন (৪০), উজ্জল (২৩), শ্রী তপেন্দার (৩০), জাবেদ আলী (২৪), আলমগীর (২৩), রানা (২৬), আনজার আলী (৪০), জসিম (২৫), রবিউল ইসলাম (৩২), আলমগীর (৩২), সেলিম আলী (২৮), ফিরোজ (২৫) ও টিটোন (৩৭)।
রোববার বিকেলে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এঘটনায় চাঁপানবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।