ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শ্যামাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী।
আরও বক্তব্য দেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আকতার, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ।
সভায় নন্দীগ্রামে সুষ্ঠুভাবে শ্যামাপূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।