ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে “অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্প ফেইজ-৩ এর আওতায় খাঁন ফাউন্ডেশনের আয়োজনে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাণীনগর প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর সদর খট্রেশ্বর ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমএ খালেকুজ্জামান খালেক।
এসময় উপস্থিত ছিলেন, খট্রেশ্বর ইউনিয়নের ভারপ্র্প্তা চেয়ারম্যান আহসান হাবিব স্বপন, সদর ইউপি সদস্য সাখাদুল হোসেন, গোলাম মোস্তফা, মুঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য চাঁদ আক্তার বানু, যুবলীগের সদস্য আখের আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জয়নাল হোসেন, অপরাজিতা-মেহেরুন নেছা, রুজিনা আক্তার, স্বর্ণা আক্তার এবং নওগাঁ জেলা খাঁন ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল প্রমূখ।