ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিদেশে রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদনের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন প্রমুখ।