ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু গত ২২ ডিসেম্বর বুধবার শপথ গ্রহণ করেছেন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরই এলাকার সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি ইউনিয়নবাসির সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার সাথে সাথে ইউনিয়নবাসীর উদ্দেশ্য বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে এই ইউনিয়নের উন্নয়নমূলক কাজের যে দায়িত্ব দিয়েছেন, তা যেনো আমি সঠিক ভাবে পালন করতে পারি। এলাকার রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট ও গ্রামীণ অবকাঠামো সহ গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার দূঢ় প্রতিগ্গা ব্যাক্ত করেন তিনি।
এদিকে, উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সাধারণ জনগণ বলেন, রফিকুল ইসলাম নান্নুর মতো একজন শিক্ষিত সৎ ও যোগ্য চেয়ারম্যান হিসেবে পেয়ে সত্যিই আমরা ইউনিয়নবাসী আনন্দিত ও গর্বিত। তিনি একজন শিক্ষিত ধার্মিক ও সমাজ সেবকও বটে। তার নিজ হাতে গড়া চার-চারটি প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে একটি ধর্মীয় প্রতিষ্ঠানও।
এর মধ্যে উল্যেখ্য যোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ ও গার্লস্ হাই স্কুল। এ সব প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন অনেক বেকার শিক্ষিত যুবকদের। শুধু তাই নয় তিনি একজন শিক্ষক হিসেবে হাজার হাজার ছাত্রছাত্রীকে মানসস্মত শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন শিক্ষিত নাগরিক হিসেবে। তিনি একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান এবং উন্নয়নের রুপকার হিসাবে পরিচিত লাভ করেছেন ইতিমধ্যই।
রফিকুল ইসলাম নান্নুর মতো একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান পেয়ে আমরা আজ গর্বিত ও মহা আনন্দিত। সত্যিকার অর্থে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নবাসীর ভালবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।