ধূমকেতু নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পারিবারিক ব্যবসার নতুন আইন জারি করা হয়েছে। নতুন আইন অনুসারে, পারিবারিক ব্যবসার কোনো অংশীদার তার শেয়ার পরিবারের বাইরের কারো কাছে বিক্রি করতে হলে পরিবারের অন্যদের সম্মতি লাগবে।
রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই আইন পাস করেছেন বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।
আইনে পাস করা আইনে আরও উল্লেখ রয়েছে, সকল অংশীদারের সম্মতি ছাড়া পরিবারের বাইরের কারো কাছে শেয়ার বিক্রি করা যাবে না। তবে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ৪০ শতাংশ মালিকানা ইতোমধ্যে পরিবারের বাইরে চলে গেছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, দেশটিতে ছোট-বড় অনেক পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এবার সরকার পারিবারিক ব্যবসার প্রতি বিশেষভাবে নজর দিচ্ছেন।