ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে মধ্যপ্রাচ্যের সমস্যা বাড়বে বলে আরব দেশগুলোকে হুঁশিয়ার করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।
তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কিছু আরব দেশ শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার প্রমাণই দেয় নি বরং মধ্যপ্রাচ্যের ও কিছু আরব দেশের জন্য সমস্যা দ্বিগুণ করেছে।
ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাম আল-জাওয়াভির পরিচয়পত্র গ্রহণের পর গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রচণ্ড বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যে সমস্ত দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের জানা উচিত- তাদের এই বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ড প্রত্যাখ্যাত হয়েছে এবং সবাই এর নিন্দা জানিয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ফিলিস্তিনের সমস্ত গ্রুপের মধ্যে ঐক্য ও সংহতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে পবিত্র আল-কুদস মুক্ত করার স্বাভাবিক লক্ষ্য অর্জিত হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ও আল-কুদসের মুক্তির ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে সত্যিকারের সমর্থক।
ইরানে নিযুক্ত ফিলিস্তিনের নতুন রাষ্ট্রদূত সালাম আল-জাওয়াভি প্রেসিডেন্ট রায়িসির কাছে তার পরিচয়পত্র পেশ করে বলেন, ইরানের ইসলামী বিপ্লব নিশ্চিতভাবে আরব এবং মুসলিম দেশগুলোর জন্য একটি বড় বিজয়।
তিনি বলেন, যে সমস্ত আরব ও মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি জাতির ব্যাপারে সব সময় নিষ্ক্রিয় ছিল এবং জাতিসংঘসহ সব ক্ষেত্রে তারা ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করেছে।