ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয়শিল্পী পপি। প্রায় তিন বছর ধরে তাকে পর্দায় দেখা যায় না। কোথায় যেন উধাও হয়ে গেছেন এই নায়িকা। গুঞ্জনে আসে বিয়ে করে সংসার করছেন এবং মাও হয়েছেন তিনি। নিজেকে একপ্রকার ‘নিখোঁজ’ করেই রেখেছেন তিনি। এবার এই বিষয় নতুন তথ্য দিলেন চিত্রনায়িকা নিপুণ।
একসময় নিয়মিত এফডিসি কিংবা শোবিজ পাড়ায় দেখা মিললেও এখন পপির নাগাল পাচ্ছেন না তার ঘনিষ্ঠরাও। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না কোথায় আছেন তিনি।
পপির নিখোঁজ থাকা নিয়ে প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা নিপুণ জানালেন, পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারবো, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারবো। এর বেশি কিছু বলতে পারবো না। মঙ্গলবার সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার ছিল। সেখানে হাজির হয়েই এ কথা বলেন তিনি।
পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।