ধূমকেতু প্রতিবেদক : নাট্যজন গোলাম পাঞ্জাতনের নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মঞ্চে আলোচনা ও নাটক অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাট্যজন গোলাম পাঞ্জাতন স্মৃতি পরিষদের সভাপতি আবদুস সালাম খান।
সভায় বক্তব্য রাখেন, রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমির সাবেক কালচারাল অফিসার আবদুর রশিদ, নাট্যজন মনোয়ার হোসেন মনু, মাহমুদ সরকার নান্নু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনা, বেতার শিল্পী আরিফুজ্জামান নবাব।
নাট্যজন গোলাম পাঞ্জাতনের স্মরণে ডোম নামে মঞ্চকথা থিয়েটারে আয়োজনে নাটক মঞ্চায়িত হয়।
সৈয়দ ওবায়দুল ইসলাম খোকনের রচনায় ও শংকর কুমার ধরের নির্দেশনায় অভিনয় করেন, নূরে হাফেজা মায়া, রাকিবুল হাসান রকি রাজ, আবদুল বারী বিদ্যুৎ, মমিনুল ইসলাম বজলু, ডা. আতিকুল্লাহ হাফিজ জিলানী, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনা ও ফজলুল বারী রনি।
আবহ সংগীতের দায়িত্বে ছিলেন অনিক ইসলাম। এছাড়াও ‘আল্লাহ মেঘ দে ,পানি দে’ গানে নৃত্য পরিবেশনা করেন মাজেদ মান্নাত ও তার দল।