ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : নানা জল্পনাকল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ এ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন কমিশনের দেয়া আইন মেনে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
সরজমিন ঘুরে দেখা যায়, ২৭ এ জুলাই আসন্ন পৌরসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাঁকি থাকলেও প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার ৯ টি ওয়ার্ডেই ভোটাদের দ্বারেদ্বারে গিয়ে নৌকা মার্কার ভোট চাওয়াসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলেধরে নৌকা মার্কার ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ করছেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠন এবং জয়পুরহাট জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণায় পৌরসভার ৯ টি প্রতিটি ওয়ার্ডের ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান বলেন, আপনারা আমাকে একবার ভোট দিয়ে এ পৌরসভার মেয়র পদে নির্বাচিত করেছিলেন সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এবং আমি মেয়র থাকাকালীন সময়ে আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি এমনকি আমি কোন দুর্নীতি, অনিয়ম করিনি বরং পাঁচবিবি পৌরসভায় আওয়ামী সরকারের সকল উন্নয়নের ছোঁয়া লাগিয়েছি।
তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই পৌরসভার সকল ভোটাদের বলতে চাই এ পৌরসভায় আরও অনেক কিছু অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করতে এবং সারাজীবন পৌরবাসীর পাশে থেকে সেবা করতে চাই তাই আগামী ২৭ এ জুলাই আপনাদের মহামূল্যবান ভোট টি নৌকা মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে মিডিয়ায় প্রচারের মাধ্যমে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন।