ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার (২৩ জুলাই) বিকেলে বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, অধ্যক্ষ আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান তোতা, প্রধান শিক্ষক নওশাদ আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি ইউসুফ আলী, সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হুমায়ন কবির প্রমুখ।
পরে দ্বিতীয় পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন আলতাব খান, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা।