ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধোপাঘাটা-কৃষ্ণপুর সদস্য পদে উপনির্বাচনে তফশিল ঘোষণা করেছে নির্বাচন অফিস।
মোহনপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে বাকশিমইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমানের মৃত্যুর কারণে ইউপি সদস্য পদ শূণ্য হওয়ায় নির্বাচন অফিস ভোটের তফশিল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার লুৎফার হোসেন জানান, আগামী ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহণ।
মনোনয়ন পত্র উত্তোলন ৮ নভেম্বর থেকে দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছায়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।
তিনি আরও জানান, সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এ ভোট নেওয়া হবে।