ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ২য় দফার ইউপি নির্বাচনে গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু।
রোববার বিকেলে গোমস্তাপুর প্রভাতী সংঘের সামনে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
আলহাজ্ব আমিনুল ইসলাম ধুলু মন্ডলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোহুর আলী, ইমামুল মুরসালিন পিকু, তোফাজ্জল হক আজম প্রমুখ।
জনসভায় আওয়ামী লীগ নেতা মিঠু জানান, জনপ্রিয়তা থাকা সত্বেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেয়নি। কিন্তু এলাকার জনসাধারণের চাপের মুখে আমাকে প্রার্থী হতে হচ্ছে।