ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক ও মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী হাসান এর দ্রুত সুস্থতা কামনায় বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্প্রতি মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী হাসান অসুস্থ হয়ে পড়েছেন।
দোয়া মাহফিল উপলক্ষে মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, অসীম সরকার, জেসমনি সুলতানা, বিধান চন্দ্র প্রামানিক, মতিউর রহমান, রিমা প্রামানিক, মকবুল হোসেন প্রমুখ।
পরে ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা থেকে মুক্তি ও প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী হাসান এর দ্রুত সুস্থতা কামনায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় দোয়া পরিচালনা করেন মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী ইউসুফ আলী।