ধূমকেতু প্রতিবেদক, রাবি : ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে তার সতীর্থরা।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাধীন বিজ্ঞান ভবনের সামনে হিমেল নিহত হওয়ার স্থানে দিনব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেন তারা।
এর আগে তার সতীর্থরা নিহত হওয়ার স্থানে ৪ দিনের আর্ট ক্যাম্পের আয়োজন করেছিলো। ক্যাম্পেইন থেকে সৃষ্ট শিল্পকর্ম এবং হিমেলের হাতে গড়া আগের শিল্পকর্ম গুলো নিয়ে আজকে প্রদর্শনীর আয়োজন করে তারা।
এদিকে শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পীরা হিমেলকে নিয়ে নানা ধরনের ছবি এঁকেছেন। তারমধ্যে ট্রাকে সামনে পড়ে থাকা নিহত হিমেলের মর্মান্তিক ছবি, হিমেলের হাস্যজ্বল চেহারার ছবি, যে ট্রাকে সে নিহত হয়েছে তার নেমপ্লেট, তার মাকে নিয়ে অনেক ছবি প্রায় শতাধিক চিত্রকর্ম সেখানে প্রদর্শনী করা হয়। হিমেলের নিজহাতে গড়া শিল্পকর্মগুলো প্রদশনীতে রাখা হয়েছে।
তার সহপাঠীরা বলছেন, এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে তাদের হাস্যজ্জ্বল সহপাঠী হিমেলকে ফুটিয়ে তুলার চেষ্টা করছেন তারা।
হিমেলের সহপাঠী কাদিরুল ইসলাম কনিক বলেন, আমরা হিমেলকে হারিয়ে শোকাহত। আমাদের শিল্পকর্মের প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন কালো চোখ, নিরাপদ সড়ক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ স্বরুপ আজকের এই প্রদর্শনীর আয়োজন। এই চারদিনে হিমেলের জীবনের বিভিন্ন প্রতিফলক তুলে ধরার চেষ্টা করছি।
গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী বলেন, আমরা এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষের কাছে হিমেল ভাইয়ের মর্মান্তিক ঘটনার ইতিহাস জানাতে চাই। শিল্পকর্মের মাধ্যমেই দেশের মানুষকে সচেতন করতে চাই। আর কোনো হিমেলকে হারাতে চাইনা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।