ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।নিহত যুবকের নাম মামুনুর রশিদ মামুন (২৫)।
গোদাগাড়ী উপজেলাা গ্রোগ্রাম ইউনিয়নের তেরোপাড়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম আবদুর রহিম। গত ১ ফেব্রæয়ারি প্রতিপক্ষের হাসুয়ার কোপে গুরুত্বর আহত হয়েছিলেন মামুন। একই ঘটনায় মামুনের বাবা রহিমও আহত হন। তিনি এখনও রামেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সরিষা খেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশি মাসুমের পরিবারের সঙ্গে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন বাবা-ছেলে। এর মধ্যে ছেলে মারা গেলেন।
ওসি জানান, বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় গত ৪ ফেব্রæয়ারি থানায় একটি মামলা হয়েছে। সেই মামলাটিই হত্যা মামলায় রূপ নিয়েছে। তবে কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তারা পলাতক। ময়নাতদন্ত শেষে মামুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।