ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সামনে বোরবার (৬ মার্চ) বিকেলে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবীতে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভ।
মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক বীন খালেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ও সদস্য সচিব সামসুউদ্দিন চৌধুরী সানীন ।
এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদসহ রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশের পূর্বে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন। তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে উপস্থিত হন।