ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বোসপাড়া এলাকার একটি তিনতালা বাড়ির কার্নিশ থেকে বৃহস্পতিবার দুপুরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে তরুনী। পরে স্থানীয় তাকে উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তরুণীর নাম শারমিন। সে বোষপাড়া এলাকার মৃত আনিসুজ্জামানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাসার কার্নিসে দাঁড়িয়ে ফোন কারো সঙ্গে কথা বলছিল। এ সময় সে কাঁদছিল এবং লাফিয়ে পড়ে আত্মহত্যার কথা বলে। রাস্তা থেকে স্থানীয়রা বিষয়টা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কার সঙ্গে কথা বলছিল এবং কেন হত্মহত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি।
তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় মেয়েটির মানষিক সমস্যা আছে। বর্তমানে তার চিকিৎসা চলছিলো।