ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ডাইরিয়ায় আক্রান্ত হয়ে, রাজশাহী বাঘার নাসরিন আকতার নুপুর (৪২) নামের স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ডাইরিয়ায় আক্রান্তে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তাঁর স্বামী জালাল উদ্দিন। উপজেলার দিঘা মাষ্টার পাড়া গ্রামের জালাল উদ্দিন মাষ্টারের স্ত্রী নাসরিন আক্তার নুপুর লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
শিক্ষক জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নুপুর শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। সেই সাথে বমি ও পাতলা পায়খানা দেখা দেয়। এইদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা অবস্থায় রোববার সকাল সাড়ে ১০ টার মারা যান। তাঁদের দুটি ছেলে রয়েছে। একজনের বয়স ৫ বছর আরেকজনের তিন বছর। বাদ আছর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ডাইরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শুনেছি তিনি মারা গেছেন।