ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালন ১৪২৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার সময় র্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালিয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা শাহীন, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সহ মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, কেন্দ্রীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল প্রমুখ।