ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সমাজের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষসহ শ্রেনী পেশার মানুষের বাড়িতে ‘ঈদ ইভেন্ট’ ২০২২ইং এর ঈদ প্যাকেজ (চাল, ডাল, আটা, চিনি, গুড়ো দুধ, সাবান, সেমাই, আলু, পেঁয়াজ) পৌঁছে দিয়েছে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’ (সরেরহাট, বাঘা, রাজশাহী)।
শনিবার (৩০ এপ্রিল) বাঘা ও লালপুর উপজেলার সীমান্তবর্তী ১৫ টি গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারের বাড়িতে ‘ঈদ ইভেন্ট’ ২০২২ইং এর ঈদ প্যাকেজ পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনের পরিশ্রমী তরুণরা।
ফাউন্ডেশনের সভাপতি রেজুয়ান মাহমুদ পলাশ জানান, দ্রব্য মূল্যের লাগামহীন পরিস্থিতিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান সরকার মুকুল ও ফয়সাল আহমেদ অন্তর (সিনিয়র সহকারি জজ) এর সার্বিক সহযোগিতায় ও তাদের দিক নির্দেশনায় ঈদুল ফিতরের অনাবিল আনন্দকে ভাগাভাগি করতে ভুক্তভূগি পরিবারের বাড়িতে ঈদ উপহারের প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফটোসেশান নয়, আমরা বাস্তবে বিশ্বাসী। বিগত দুই ঈদ (২০২০-২০২১) এর মতো এবারেও ঈদ প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে।
পলাশ জানান, সমাজের অবহেলিত জনগোষ্টিকে নানাবিধ সেবা দিতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। প্যাকেজ পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দোয়া করেছেন রমজান আলী, কমেলা ও সুফিয়াসহ অন্যরাও।