ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১৩ জন শিক্ষার্থীকে ১টি করে ১৩ টি স্কিন টাচ অ্যানড্রয়েড মোবাইল ফোন উপহার দিয়েছেন আ’ লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন।
সোমবার সকালে তানোর চাপড়া উচ্চ বিদ্যালয় চক্বরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানে তিনি এসব মোবাইল উপহার দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
তানোর পৌর এলাকার চাপড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সবাপতি আবুল বাসার সুজনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেরা পরিষদ বাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চাপড়া উচ্চ বিদ্যালয ও আমশো পৌর সভা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার সুজন।
ওই ২টি বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৩জনকে তিনি মোবাইল ফোন উপহার দেয়া হয়।।
এব্যাপারে যোগাযোগ করা হলে বিশিষ্ট সমাজ সেবক ও আ’ লীগ জনপ্রিয় নেতা আবুল বাসার সুজন বলেন, বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে মেধা সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসহ দিতেই এ উপহার প্রদান করা হয়েছে জানিয়ে তিনি এ উপহার প্রদান অব্যহত থাকবে বলেও জানান তিনি।