ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২০২২-২০২৩ইং অর্থ বছর হতে অটো/চার্জার রিক্সার মালিকানা নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ এবং ৭ কর্ম দিবসের মধ্যে র্চাজার ভ্যান চালকের পোশাক নির্ধারণ ও নির্ধারিত পোশাক পরে গাড়ি চালানোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ রিমন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, হেলালুজ্জামান সরকার, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমুখ।