ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত “সুষ্ঠু সমাজ বিকাশে সমাজবিজ্ঞানের উপযোগিতা : প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনারটি মঙ্গলবার তানোর মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ এবং প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোছাম্মৎ কামরুন্নাহার।
অনুষ্ঠান প্রধান আলোচক ছিলেন, বিভাগের শিক্ষক কানিজ ফাতেমা কানন ও সঞ্চালনায় ছিলেন, প্রভাষক রাবেয়া খাতুন।
সেমিনারে বক্তব্য রাখেন, তানোর মহিলা কলেজের ভুগোল বিভাগের শিক্ষক মোনসেফ আলী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত কুমার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানবিভাগের প্রভাষক ড. আজিজুল আলম ও তানোর মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মোস্তারুল আলম।