ধূমকেতু প্রতিবেদক : ‘বিজ্ঞানের সব আবিষ্কার বর্তমানে মানুষের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করেছে। বাংলাদেশ ও বিশ্ব এখন যে পর্যায়ে এসেছে তা মূলত বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান মেলায় উপস্থিত শিক্ষার্থীরা একদিন ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে।’
রাজশাহীর ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল জলিল শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে প্রোজেক্ট প্রদর্শন ও বিকালে এ মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকে বিচারকদের সামনে প্রোজেক্ট প্রদর্শন ও প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে এ মেলায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা।
উক্ত মেলায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের তিনটি শাখার শিক্ষার্থীদের মোট ৯৫ টি প্রোজেক্ট প্রদর্শনীর জন্য মনোনীত হয়। সেখানে ক বিভাগ ৩য় থেকে ৫ম শ্রেনি, খ বিভাগ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও গ বিভাগ ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক বিভাগে ৫১ টি স্টল, খ বিভাগে ৩৪ টি স্টল, ও গ বিভাগে ১০ টি স্টলের প্রদর্শনী হয়েছে।
এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিচারক ও অতিথি ছিলেন, বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরীর বৈজ্ঞানিক অফিসার ড. বদরুল ইসলাম, বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরীর বৈজ্ঞানিক অফিসার শাফায়েত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মেহরুন নেসা, বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরীর সিনিয়র বৈজ্ঞানিক অফিসার আহসানুর রাব্বি, রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক বারিক মৃধা বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরীর সিনিয়র বৈজ্ঞানিক অফিসার জাহিদুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাসিসটেন্ট রেজিস্ট্রার এম.বি.বি.এস, বি সি এস, এম সি পি এস, ফিজিশিয়ান রাজিকুল ইসলাম।
অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুড়ে বিচারকার্য পরিচালনা করেন ও ফলাফল ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল জলিল। সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ই ই ই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আনোয়ার, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক রোটারিয়ান ইন্জিনিয়ার নাজমা রহমান। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান এম এ মান্নান খান।
অনুষ্ঠান শেষে সকল বিভাগের বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়।