ধূমকেতু প্রতিবেদক : রাজপাড়া থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান টিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় তার অসুস্থতার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য সৈয়দ মন্তাজ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান সুজন প্রমুখ।