ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শটসার্কিটের কারণে বৈদ্যুতিক তারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মোড়ে একটি বৈদ্যুতিক পোলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজশাহীর বাজারের বৈদ্যুতিক পোলগুলোতে এলোমেলো ভাবে ডিস লাইনের তারের সংযোগ দেওয়া আছে। তারগুলো সব এক জায়গায় জড়ানো থাকায় শটসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জিরোপয়েন্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলী খাবারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে দোকানের কিছু অংশ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার দোকানের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয় রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সমস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ এলাকায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ রয়েছে।