IMG-LOGO

শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদসরকারের প্রধান তিন কাজ- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আইন উপদেষ্টা‘অর্থপাচার ও দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন’মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের দুস্থদের মাঝে কম্বল বিতরণস্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় পেয়ারা এড়িয়ে চলুনবাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণসিলেট সীমান্তে গুলিতে আরও এক বাংলাদেশি নিহতপৃথিবীর সব খুশি তোমার জন্য তোলা থাক ক্যাটরিনাস্পেনে যাওয়ার পথে নৌকাডুবি,নিহত ৬৯সিডনিতেই শেষ রোহিতের টেস্ট ক্যারিয়ার!চাকরিবিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা উপদেষ্টা নাহিদইসরায়েলি হামলায় উত্তর গাজার একমাত্র হাসপাতালটিও বন্ধরাজধানীতে খেলাফত মজলিসের সম্মেলন শুরুবিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসিরাজশাহীতে যুবলীগ কর্মীসহ আটক ১৯
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> করোনার দ্বিতীয় ধাপ, রাজশাহীতে ফের আসছে বিধিনিষেধ

করোনার দ্বিতীয় ধাপ, রাজশাহীতে ফের আসছে বিধিনিষেধ

ধূমকেতু প্রতিবেদক : কোন পথে যাচ্ছে রাজশাহী? এমন প্রশ্ন এখন মানুষের মুখে। গত এক মাস আগেও রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্তের হার ছিল একেবারে কম। মৃত্যুরহারও ছিল শূন্যের কোঠায়। কিন্তু বর্তমান রাজশাহীতে তিনগুণ বেড়েছে করোনা শনাক্তের হার, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আর এই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। গত কয়েকদিনে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় ভাবিয়ে তুলেছে রাজশাহীবাসীকে। শুধু রাজশাহীতেই নয়, পুরো বিভাগে প্রভাব বিস্তার করতে শুরু করেছে করোনা ভাইরাস।

তবে রাজশাহীর নীতিনির্ধারকরা বলছেন, যেহেতু এখনো শীত জেঁকে বসেনি, সেহেতু এ মাসে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। এ মাস রাজশাহী থাকবে অবজারভেশনে আর সামনে মাসে শীত বাড়লে মানুষের চলাফেরা বা ব্যবসা প্রতিষ্ঠানের উপর কিছু বিধিনিষেধ জারি করা হবে। এ মাসেই বিভাগীয় পর্যায়ে সভা করে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজশাহী জেলা প্রশাসন।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের সূত্র মতে, রাজশাহীতে চলতি মাসের শুরু থেকে করোনায় আক্রান্ত ও শনাক্ত বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় শুধু মাত্র রাজশাহীতে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছে ৪৬ জন। আর মারা গেছে ২ জন। রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩৩ জনে। রাজশাহী জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০২০ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭১ জন, পুঠিয়া উপজেলায় ১৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৯ জন ও গোদাগাড়ীতে ১৪২ জন। জেলার ৯টি উপজেলায় ১৪০১ জন শনাক্ত হয়েছে।

বিভাগ পর্যায়ে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ৮০৪ জন, নওগাঁ ১৩৮৬ জন, নাটোর ১১১৫ জন, জয়পুরহাট ১১৮৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৬১৭ জন, সিরাজগঞ্জ ২৩৩৭ জন ও পাবনা জেলায় ১২৯৭ জন। মৃত্যু হওয়া ৩৩৩ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০২ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। শনাক্তের মধ্যে ২০ হাজার ৪৪৭ জন সুস্থ হয়েছে।

রাজশাহীর পার্শ্ববর্তী জেলা বগুড়ায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নেয়া হয়েছে পদক্ষেপ। পদক্ষেপের মধ্যে বগুড়া শহরের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান রাত আটটার পর বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ রাখার আহŸান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ নিয়েছেন। কিন্তু এক মাস্ক বিরতণ ছাড়া রাজশাহীতে এখনো নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত।

জানা গেছে, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসন বারবার আলোচনায় বসছে। সোমবারও করোনার দ্বিতীয় ঢেউ মোবাবেলা আলোচনা সভা করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের পক্ষে করা হয়েছে আলোচনা সভা। তবে এসব আলোচনা সভা থেকে এখনো জোরালো কোনো সিদ্ধান্ত আসেনি। সভায় এ মাসকে অবজারভেশনের মাস হিসাবে ধরা হয়েছে। মহানগর পুলিশের পক্ষেও এ মাসকে অবজারভেশন হিসাবে ধরে শুধু মাত্র মাস্ক বিতরণ, ব্যবহারের উপর কড়াকড়ি সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে মাস্ক পরার পাশাপাশি সামনে মাসে কি ধরনের পদক্ষেপ নেয়া হবে তারও সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে এবার প্রথমে রাজশাহীতে মানুষের চলাফেরা, দোকানপাট চালানোর সময়সীমা নির্ধারণ করে দেয়া হবে। এছাড়াও পরিস্থিতি বেগতিক হলে রাজশাহীকে আবারো লকডাউন ঘোষণা করা হবে।

জেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকেই লোকজনদের বেশি রাতে ঘোরাফেরা করতে দেয়া হবে না। গভীর রাত পর্যন্ত দোকানপাটও খুলে রাখতে দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। অতিপ্রয়োজন ব্যতিত লোকজনদের বাইরে থাকতে দেয়া হবে না। প্রয়োজনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের সংখ্যা বাড়িয়ে তা কার্যকর করা হবে। একই সিদ্ধান্ত হয়েছে মহানগর পুলিশের পক্ষেও। রাতে পুলিশের টহল বৃদ্ধির সাথে গভীর রাতে যারা বাইরে থাকবে তাদের ব্যাপারে পুলিশ আইননুগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের সভায় মাস্ক ব্যবহারের উপর অতিগুরুত্ব দেয়া হয়েছে বেশি। সচেতনতার জন্য জেলা প্রশাসনের সাথে জেলা তথ্য অফিস কাজ শুরু করেছে। জেলা প্রশাসন মনে করছে মানুষের অবাধ চলাফেরার কারণেই রাজশাহীতে করোনা শনাক্তও মৃত্যুর হার বেড়েছে। আর এ থেকে উত্তরণের এক মাত্র পথ মাস্ক ব্যবহার। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এব্যাপারে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীতে করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা কমেছে গেছে। যতদিন করোনা ভাইরাসের টিকা না পাওয়া যাবে ততদিন আমাদের সচেতন থাকতে হবে। নইলে করোনা প্রভাব থেকে বাঁচা যাবে না।

তিনি বলেন, রাজশাহীতে যেহেতু এখনো ভারি শীত পড়েনি তাই আপাতত কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। এ মাসকে অবজারভেশনের মাস হিসাবে আমরা ধরে রেখেছি। রাজশাহীতে কি ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে তা সামনে মাসে জানানো হবে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সব সময় আলোচনা হচ্ছে। কি ধরনের সিদ্ধান্ত নিলে রাজশাহীবাসি এই ঘাতকব্যধি থেকে রক্ষা পাবে সে বিষয়ে ভাবা হচ্ছে। তিনি বলেন এ মাসেই বিভাগীয় পর্যায়ে সভা করা হবে। সভায় সিদ্ধান্ত নেয়া হবে কিভাবে রাজশাহীকে রক্ষা করা যায়। আর আপাতত মাস্ক পরার উপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031