ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যেগে সোমাবার সন্ধ্যায় কম্বল ও শীত সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মালোপাড়াস্থ রাজশাহী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও শীত সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী। সঞ্চালনা করেন, যুগ্ম সম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিন।
এসময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও রাজশাহী মহানগর তাঁতীদলের আহŸায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সদস্য এস এম মাহমুদুল হাসান মিঠু, বুলবুল রহমান, শামস্ দীপ্ত ও জহির শাওন।
এছাড়াও আতিক শাহরিয়ার আবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবীর হাসান হিমেল ও আব্দুল হামিদ রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল ও শীত সামগ্রী বিতরণ শেষে বক্তারা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও সারা দেশের বিএনপির অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন।