ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজের ছাত্রী সুমনা আক্তারকে চল্লিশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে। এছাড়াও মোবাইল সার্ভিসিং একুভমেন্ট ছাব্বিশ হাজার পাঁচশত টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান ডঃ শামসুল আলম, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মান্নান খান, সেক্রেটারি রোটারিয়ান আমিনুল ইসলাম, পার্স্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমা রহমান।
আরও উপস্থিত ছিলেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডঃ জহুরুল ইসলাম। পরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।