ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে স্বপ্নের গ্রীন স্কুল ঘোষণা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে। উপজেলার সুরশুনিপাড়া লভেরে জুনিয়র হাই স্কুলকে স্থানীয়ভাবে জেসি ফ্রেন্ডলি গ্রীন স্কুল হিসাবে ঘোষণা করা হয়।
সুরশুনিপাড়া চার্চের ও সভাপতি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার প্রদীপ কস্তা। গ্রীন স্কুল ঘোষণা সভায় প্রধান অতিথি ছিলেন কাঁকনহাট পৌরসভার প্যানেল মেয়র আজাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিসিম, উপ সহকারী কৃষি কর্মকর্তা হান্নান সরকার ও ফাদার সুরেশ পিউরিফিকেশন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির, সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা।
উল্লেখ্য যে একটি স্কুল যেখানে প্রাকৃতিক সম্পদ সংরক্ষন, শক্তি সঞ্চয়, এবং র্আর্থিক ব্যায় সংকোচনের মাধ্যমে পরিস্কার পরিছ্ন্ন সুস্থ সংরক্ষিত সবুজ আবহের তৈরী করা। এখানে কমিউনিটি সদস্যদের সক্রিয় উপস্থিথি মাধ্যমে শিশু এবং শিক্ষকদের টেকসই পরিবেশ সম্পর্কে শিখানো হয়েছে।
ছেলে মেয়েদের জন্য আলাদা সমন্বিত পানি স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অনুশীলন (ধোয়া) সুবিধা নিশ্চিত করা ছেলে মেয়ে এবং প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা ও অনান্য প্রয়োজনীয়তার কথা বিবেচনায় এনে আলাদা টয়লেট, বিশ্রামাগার এর ব্যবস্থা করা মেয়েদের টয়লেটে পিরিয়ডের সময় ব্যবহার করার জন্য তুলা, প্যাড পর্যাপ্ত পরিমানে ব্যবস্থা করা প্রতিবন্ধীদের আরামদায়ক চলাচলের জন্য বিভিন্ন সুবিধার ব্যব¯থা রাখা যেমন র্যাম, রেলিং এবং হুইল চেয়ার সুবিধা।
এছাড়াও ছাত্র-ছাত্রীদের মাধ্যমে ফুল, ফল ও কাঠের গাছসহ সবজি বাগান করা হয়েছে এবং তারা নিজ দায়িত্বে তা যত্ন করছে।