ধূমকেতু প্রতিবেদক : কমিউনিটি সোশ্যাল ল্যাবস্-এন ইনিসিয়েটিভ টু ইমপ্রুভ দা লিভিং কন্ডিশনস্ অফ ভালনারেবল স্লামস্ রেসিডেন্স প্রোজেক্টের আওতায় দশম ডায়লগ অন প্রায়ওরিটিজ প্রোবলেম সলভিং প্রোগরেস রিভিউ এন্ড ফলো-আপ প্ল্যানিং কর্মশালার আয়োজন করে কারিতাস বাংলাদেশ রাজশাহী রিজিওন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজশাহী কোর্ট সংলগ্ন কারিতাস বাংলাদেশের রাজশাহী রিজিওন অফিসের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশ রাসিকে বিভিন্ন ওয়ার্ডে নানা রকম উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ ৭নং ওয়ার্ডের বিভিন্ন সেবার সমস্যা সমূহ চিহ্নিতকরণ ও উত্তরনের বিষয়ে আলোচনা করেন তারা। প্রকল্পের আওতাভুক্ত কর্মসূচী গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা সেবা, কর্মসংস্থানের ব্যবস্থাকরন ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বর্তমান পরিস্থিতি অবগত করেন তারা।
ইউটিউব ভিডিও :
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সমাজসেবা অফিসার শফিক শাহমুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের ৭, ৮ ও ১০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেবুন নেসা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি লিডার তানজির হোসেন দুলাল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান (মতি)। কর্মশালায় প্রার্থনা করেন, রাজশাহী কারিতাসের কোর টিমের সদস্য সুলতা হেম্ব্রম।
ফেসবুক ভিডিও :
মাসিক প্রতিবেদন পাঠ করেন, রাজশাহী কারিতাসের কোর টিমের ভলেন্টিয়ার জান্নাতুন ফেরদৌস। অগ্রগতি প্রতিবেদন পাঠ করেন, রাজশাহী কারিতাসের কোর টিমের ভলেন্টিয়ার মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ইনচার্জ (ডি এম) অসীম ক্রুশ, টেকনিক্যাল অফিসার (সিটিএসপি) শামসুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর কমিউনিটি সোস্যাল ল্যাব আনন্দ রবিদাস প্রমুখ।