ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘সোশ্যাল সেফটি নেট হ্যান্ড ওভার প্রোগ্রাম’র সেমিনারের মধ্য দিয়ে মোবাইল আউটরিচ প্রকল্পের সমাপনি ও প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর শালবাগানস্থ সমাজসেবা অধিদপ্তরের সেমিনার কক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা সমাজসেবা রেজিঃ অফিসার মতিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বায়োজিদ ওয়ারসী, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার ডাঃ হামিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহম্মেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধণ কর্মকর্তা নাজমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড জিও, এনজিও, সিডিসি এবং কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের ইনচার্জ (ডিএম) অসীম ক্রুঞ্জ ও কারিতাস রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা (এমওপি) বাবুলাল তিরকী।
সভা শেষে প্রকল্পের প্রতিবেদন সভাপতির হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭টি পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। এ পর্যন্ত রাজশাহী সর্বমোট ২৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে কারিতাস রাজশাহী অঞ্চল। প্রকল্পগুলোতে রাজশাহীর ৫১১৩ জন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠি সুভিধাভোগ করেছেন।