ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক সংগঠনসহ সহযোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের বেদীতে পুষ্পমাল্য আর্পনের মধ্যদিয়ে শহীদদের স্বরণ ও মহান তানোর দিবস পালিত হয়েছে।
শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে তানোর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠ ও তানোর খাদ্য গুদাম সংলগ্ন শহীদদের বেদীতে পুষ্পমাল্য আর্পন করেন শহীদ কমরেড এরাদ আলীর পরিবার, সহযোদ্ধা ও রাজনৈতিক সঙ্গী ও সাম্যবাদি দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য আর্পন শেষে দোযা মোনাজাত করা হয়।
শহীদদের সহযোদ্ধা পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার, সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী
দিনটি উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকায় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম, মহানগরের সম্পাদকমণ্ডলির সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপুুসহ অন্য নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তৎকালীন সরকার প্রগতিশীল কৃষক আন্দোলনের (বাংলাদেশ সাম্যবাদী দল এম.এল) ৪৪ বিপ্লবীকে নির্মম নির্যাতন করে হত্যার পর রাজশাহীর তানোরের গোল্লাপাড়া বাজারের গুদামের পাশে গণকবর দেয়া হয়।
প্রতি বছরই ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিনটি পালন করে।