ধূমকেতু প্রতিবেদক : এক সময় ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলতো রাজশাহী মহানগরী। প্রতিটি মোড়ে মোড়ে, গুরুত্বপুর্নস্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকতো। কিন্তু গত ৫ আগস্ট বিকেলের পর থেকে রাজশাহী নগরীতে আর ট্রাফিক পুলিশ দেখা যায়নি।
গত তিনদিন থেকে ট্রাফিক পুলিশ ছাড়াই চলছে নগরী। তবে মঙ্গলবার থেকে নগরীর মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবী হিসাবে আন্দোলন করা শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর মোড়ে মোড়ে, গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের কাজ করছেন।
একদিকে তারা স্বৈরাচারী সরকার পতন করেছেন, আবার তারাই দেশ রক্ষায় ট্রাফিক পুলিশের কাজ করছেন। এতে সাধারণ মানুষের প্রসংশায় ভাষতে শিক্ষার্থীরা। এদিকে শুধু ট্রাফিক পুলিশের ভূমিকায় নয়, তারা আইনশৃংখলা রক্ষার কাজটিও করছেন।
দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণস্থান রেলগেট, নগর ভবনের মোড়, সাহেববাজার, বর্ণালীর মোড়, লক্ষীপুর মোড়, কোর্ট এলাকা, বিনোদপুর, তালাইমারী, আমচত্বরসহ গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করছেন। তারা নিয়ন্ত্রণ করছেন পুরো যানবাহন ও পথচারিদের।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে যেমন আন্দোলন করেছেন, তেমনি দেশের ক্রান্তিকালে তারাই মাঠে নেমে ট্রাফিকের কাজ করছেন। প্রখর রোদের মধ্যে পুরো নগরীতেই শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কাজ করতে দেখা যায়। কিছু মানুষ এসব শিক্ষার্থীদের দিচ্ছেন খাবার ও পানি। রোদ ও গরমে শরীর দিয়ে চুইয়ে পড়ছে ঘাম। কখনো বা ভিজছে বৃষ্টিতে। তারপরও তারা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন।
নগরীর দড়িখড়বোনা মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করা শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, আমরা আন্দোলন করে দেশ স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কবল থেকে রক্ষা করেছি। দেশ আবার স্বাধীন হয়েছে। এই আনন্দ আমাদের একার নয়। এই আনন্দ দেশবাসীর।
তিনি বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। সেই জায়গা থেকে যতদিন দেশ স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন আমরা এই দায়িত্ব পালন করবো।
জিরোপয়েন্ট ট্রাফিকের কাজ করা শিক্ষার্থী নাহিয়ান বলেন, দেশে পুলিশের দরকার আছে। কিন্তু আমরা সেই পুলিশ দেখতে চাইনা, যারা নির্বিচারে তাদের সন্তানের বুকে গুলি চালাতে পারে। আমরা যেমন আন্দোলন করে দেশ স্বৈচারী সরকার হাসিনার কবল থেকে মুুক্ত করেছি, তেমনি দেশের জন্য সব কাজ করতেও পারবো।
তিনি পুলিশেরও সংস্কার দাবি করে বলেন, ট্রাফিক পুলিশরা কতটা কষ্ট করেন এটা এখন বুঝতে পারছি। তারা রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করেন। এতে কতটা কষ্ট হয় আমরা অনুভব করতে পারছি। তিনি দ্রত পুলিশ বাহিনী সংস্কার করে মাঠে নামিয়ে দেয়ার দাবি জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew