ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ‘ইলেক্ট্রনিক কৌশল (BBB) বিভাগের আয়োজনে Future of Electrical Power & Energy Sectors: Sustainable Development Goals শীর্ষক International Virtual keynote Conference অনুষ্ঠিত হয়। কনফারেন্সটি বৃহস্পতিবার বিকাল ৪ টায় শুরু হয়ে রাত সাড়ে ৮ টায় সমাপ্ত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন, রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, বুয়েটের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ।
কনফারেন্সে প্রবন্ধ সমূহ উপস্থাপন করেন, আই.ই.ই.ই ফেলো ও আমেরিকার ভার্জিনিয়া টেক এ্যাডভান্স রিসার্চ ইন্সটিটিউট পরিচালক প্রফেসর সাইফুর রহমান, আ.ই.টি ফেলো ও চীনের হুওয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রফেসর উই সু, রুয়েটের আই.কিউ.এ.সি. পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান, কানাডার ড. জাহাঙ্গীর খান (পি.ইঞ্জ), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগন -এর ড. রবিউল ইসলাম, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প-এর প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর।
কনফারেন্সে সভাপতিত্ব করেন, তড়িৎ ও ‘ইলেক্ট্রনিক কৌশল (BBB) বিভাগের বিভাগীয় প্রধান ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন, তড়িৎ ও ‘ইলেক্ট্রনিক কৌশল (BBB) বিভাগের প্রফেসর ড. মাসুদ রানা।