ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মানবভোজ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে প্রধান অতিথি থেকে মানবভোজ বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দীন জসির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।