ধূমকেতু প্রতিবেদক : ‘মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে তালা ভেঙ্গে ফেলা হবে। যে শিক্ষকরা করোনার ভয়ে আসবে না তাদের বাড়ী থেকে তুলে নিয়ে এসে ক্লাস করাতে বাধ্য করা হবে বলে হুশিয়ারী জানান রাজশাহী জেলা ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজের নেতৃবৃন্দ।’
শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনে এমন হুশিয়ারী জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শুধুমাত্র শিক্ষারর্থীরাই না দেশের বিভিন্ন শ্রেণীর মানুষেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা চাই অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।’
মানববন্ধনে ড. আমিরুল ইসলাম কনকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুদ হাসান, রাকসু আন্দোলনের সভাপতি আব্দুল মজিদ অন্তর, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
রাজশাহী জেলা ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মুরাদ মোর্শেদের পরিচালনায় উপস্থিতে ছিলেন, মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব শুভ, যুব অধিকার পরিষদের সদস্য মুহিবুল, রাজিব হোসেন প্রমুখ।
এসময় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।