ধূমকেতু প্রতিবেদক : পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগরীতে উদযাপিত হলো উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন ‘আনন্দ উদযাপন’। বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ দেশবাসীর সাথে সম্মেলিতভাবে উদযাপন করলো “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১’’।
এরই ধারাবাহিকতা বোয়ালিয়া মডেল থানা রোববার বিকেল ৩টায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে “আনন্দ উদযাপন-২০২১’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে “আনন্দ উদযাপন” অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতি ও প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। উদ্বোধনের পর রাজশাহী কলেজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
অনুষ্ঠানে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে বোয়ালিয়া মডেল থানার আয়োজনে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় একযোগে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করে।