ধূমকেতু প্রতিবেদক : স্বেচ্ছাসেবী ও গবেষণাধর্মী উন্নয়নমূলক সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের ত্রি-বার্ষিক (২০২১-২৪ অর্থবছরের) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সভাপতি পদে শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান আতিক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠে সংগঠনটির সাধারণ পরিষদের ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ পরিষদ গঠন করা হয়।
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাসের সাধারণ পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাশার রজন, কোষাধ্যক্ষ পদে রিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাকিবুল হাসান রাসেল, কার্যনির্বাহী সদস্য (১) পদে শান্তা ইসলাম, কার্যনির্বাহী সদস্য (২) পদে শাওন ইসলাম নির্বাচিত হয়েছেন।
সভায় নির্বাচিত সদস্যগণ ছাড়াও উপাস্থিত ছিলেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাসের সাধারণ পরিষদের সদস্য যথাক্রমে আলমগীর কবীর সবুজ, ফাতেমা আলীম মেঘলা, মুমতাহিনা মীম, সুরাইয়া আলম সামান্তা, ফারহানা খাতুন, সাব্বির আল শাফি, শাকিল, লিংকন প্রামানিক প্রমুখ।
সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ১৫ মার্চ আনুষ্ঠানিক ভাবে নব গঠিত পরিষদের হাতে দায়িত্ব বা ক্ষমতা হস্তান্তর করা হবে এবং তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, বিগত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক পদে নাজমুল ইসলাম আকাশ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ প্রত্যায়ে স্বেচ্ছাসেবী গবেষণাধর্মী ও উন্নয়নমূলক তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ রাজশাহীতে নিরাপদ সড়ক, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের খাদ্য নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত, সাংবিধানিক মৌলিক অধিকার ও মানবাধিকার বাস্তবায়নসহ বৈষম্যহীন, বৈচিত্র্যপূর্ণ, আন্তঃনির্ভরশীল, অসা¤প্রদায়িক, সংবেদনশীল, বহুত্ববাদি এবং সহিংসতামুক্ত শ্রদ্ধাশীল মানবিক সমাজ বির্নিমানের লক্ষ্যে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি জাতীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কাজ করে যাচ্ছে।