ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০৭ জন, পুঠিয়া থানা ০১ জন, বাঘা ০৫ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ দেলসুর (৩৬) কে ২০গ্রাম হেরোইন, সোহাগ (২৫) ও মারুফ হোসেন (২০) কে ০৫গ্রাম হেরোইন এবং শ্রী-দুখনা সিং(৫৫) ও আনারুল ইসলাম(৩৩) কে ৪০লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।