ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও গ্রাহক সেবার মান’ বিষয়ক ৬ দফা দাবীতে নেসকোর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত । রোববার বেলা ১২ টার দিকে নগরীর হেঁতেম খাঁ এলাকায় নেসকো লিঃ অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের নেতৃত্ব দেন, নেসকো গ্রাহক সমাজের আহ্বায়ক আকবর আমিন বিদ্যুৎ ও মাহবুব টুংকু।
দাবীগুলো হলো :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ ।
নেসকোর গ্রাহক সেবা মান বৃদ্ধি।
ভোল্টেজ উঠানামা বন্ধ ।
মিটার রিডিংয়ের কারসাজি বন্ধ ।
ডিজিটাল মিটারের ন্যুনতম গ্যারান্টি ১০ বছর দেওয়া ও
গ্রাহক ও কোম্পানীর মধ্যে প্রতি মাসে উন্মুক্ত আলোচনার দাবিতে এই কর্মসূচী।